দেবু সিংহ, মালদাঃ কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে , পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির উদ্যোগে, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ৬৫ জন রক্তবন্ধু শিবিরে রক্ত দান করেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির সভাপতি মাননীয় তুষার শীট ১১০ তম রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন। শিবিরে বক্তব্য রাখেন শিবিরের উদ্বোধক- মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান -তথা প্রাক্তন মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , এ. ডি. এম (জি) মাননীয় বৈভব চৌধুরী , মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা: পার্থপ্রতিম মুখার্জি , প্রগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশ এর সভাপতি ডা: তাপস চক্রবর্তী , মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি ও চিকিৎসক এম হক , প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক ডা: সুস্মিতা সরকার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটি সম্পাদক সন্দীপন চৌধুরী।