প্রীতম ভট্টাচার্য : করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লকডাউন । একদিকে লকডাউন অপরদিকে তাপপ্রবাহে রাজ্যের অধিকাংশ ব্লাড ব্যাংক প্রায় রক্তশূন্য । বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের পরিবার খুব অনিশ্চয়তার মধ্যে আছে । এদের সহযোগিতায় প্রগতিশীল জীবনধারার অনন্য ব্যক্তি প্রয়াত অচিন্ত্য রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রক্তদানের আয়োজন করা হয় নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার কৃষ্ণনগর নগেন্দ্রনগরের মহাদেবতা ক্লাব প্রাঙ্গনে।
মুমুর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে কৃষ্ণনগর শহরের মহাদেবতা ক্লাব এর উদ্যোগে ও অঁচিন্ত্যরায়ের পরিবারবর্গের আর্থিক সহায়তায় এলাকার মানুষকে সঙ্গে নিয়ে হয়ে গেলো রক্তদান শিবির।
মোট ৫১ জন রক্তদাতা এই মহতী রক্তদান শিবিরে রক্তদান করেন। এলাকার বাড়ীর মহিলাদের রক্তদানে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
উদ্যোক্তাদের পক্ষে একজন বলেন – এই অতিমারীর সময়ে অঁচিন্ত্য রায়ের পরিবারের সাথে এই রক্তদান করতে পেরে আমরা খুশি,সারা বছর অসহায় মানুষের সাথে আমরা থাকি, সুতরাং এই সময় মানুষের পাশে আমাদের সকলকেই এই রকম উদ্যোগ নিয়ে আরও বেশী করে এগিয়ে আসতে হবে।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইওর ফ্রেন্ডের সদস্যরাও ।