সোশ্যাল বার্তা: ১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবস! সেই উপলক্ষে নদীয়া জেলার কৃষ্ণনগরের প্রচেষ্টা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র কৃষ্ণনগর পৌরসভার শীততাপ নিয়ন্ত্রিত দ্বিজেন্দ্র সভা কক্ষের তৃতীয় তলায়!
এই ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে একটি রক্তদান শিবিরের আয়োজনটি ছিলো চোখে পড়ার মত। রক্তদান শিবিরে পর্যাপ্ত পরিমান মাস্ক এবং স্যানিটাইজার রাখা ছিল সকলের জন্য! এই রক্তদান শিবিরে দূর-দূরান্ত থেকে রক্তদাতারা এসে নিজেরা স্বেচ্ছায় রক্ত দান করেন!
শক্তিনগর রক্ত কেন্দ্রের এক স্বাস্থ্যকর্মী সন্দীপবাবু সহ সর্বমোট ৪৫ জন রক্তদাতা আজকের এই রক্তদান শিবিরে রক্তদান করেন । উল্লেখযোগ্য বিষয় রক্তদাতাদের মধ্যে বেশকিছু রক্তদাতা ছিল যারা জীবনে প্রথমবার রক্ত দান করলেন। বর্তমানে বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে অক্সিজেনের গুরুত্ব কতটা বোঝাতে রক্তদান শিবিরটিতে সকল রক্তদাতাদের রক্তদানের পর সার্টিফিকেট সহ একটি করে চারা গাছ উপহার দেওয়া হয়!
প্রচেষ্টার সম্পাদক সুদীপ্ত ভৌমিক বলেন “সকল রক্তদাতাদের আজকে প্রচেষ্টার পক্ষ থেকে একটি করে চারাগাছ দেওয়া হয়েছে তার কারণ পৃথিবী আজ দূষিত পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলেছে পৃথিবীর দূষণ কমানোর একমাত্র রাস্তা বৃক্ষরোপণ । তাই সকল রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দিতে পেরেছি! এভাবে সবাই যদি একটি করে গাছ লাগান তাহলে পৃথিবী আবার শান্ত হবে! অন্যথায় আগামী দিনে হয়তো দেখা যাবে প্রত্যেকের ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে”!