দীর্ঘ দিনের প্রতিক্ষার পর অবশেষে মালদা জেলার প্রাচীন গৌড় এক্সপ্রেস এর আধুনিকরণ করল ভারতীয় রেল

Social

দেবু সিংহ,মালদা- দীর্ঘ দিনের প্রতিক্ষার পর অবশেষে মালদা জেলার প্রাচীন গৌড় এক্সপ্রেস এর আধুনিকরণ করল ভারতীয় রেল। সোমবার থেকেই নতুন কোচ নিয়ে চলবে মালদা শিয়ালদহ গৌড় এক্সপ্রেস।

এদিন বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই কোচের উদ্বোধন করেন মালদা ডিভিশন এর ডিআরএম যতীন্দ্র কুমার ও ইংরেজ বাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের মালদা ডিভিশন এর একাধিক কর্তা আধিকারিকেরা। গৌড় এক্সপ্রেস এর দুটি ট্রেনিং মালদা ডিভিশন এর পক্ষ থেকে আধুনিক কোচ ও আধুনিক যাত্রী পরিষেবা চালু করা হলো। এসি সাধারণ সংরক্ষিত থেকে জেনারেল কামরা তেও বায়ো-টয়লেট ইলেকট্রিক ব্যবস্থা প্রতিটি চার্জিং সিস্টেম থেকে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা বসানো হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে মালদার প্রাচীন গৌড় এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন ধরেই যাত্রী পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ থেকে যাত্রীরা। জনপ্রতিনিধি থেকে যাত্রীরা এই রেলের পরিষেবার আরও উন্নতির জন্য একাধিকবার রেলের কাছে অভিযোগ জানিয়েছিল। সেই মোতাবিক রেলের পক্ষ থেকে গৌড় এক্সপ্রেস কে আধুনিক করা হলো। এমনকি ভারতীয় রেলের পক্ষ থেকে আগামী 90 দিনের মধ্যে গৌড় এক্সপ্রেস এর সমস্ত কোড উন্নত মানের করা হবে বলে জানিয়েছেন রেল কর্তারা।

Leave a Reply