নদীয়ার শান্তিপুর থানার তৎপরতায় উদ্ধার প্রচুর পরিমানে অ্যাসিড

Social

মলয় দে, নদীয়া:- রবিবার বেলা দুটো নাগাদ নদীয়ার শান্তিপুর থানার তৎপরতায়, বেশ কয়েক পেটি অ্যাসিড বাজেয়াপ্ত করল শান্তিপুর থানার পুলিশ। সূত্রাকার নতুন হাট, বড়বাজার এবং রেল বাজারের বিভিন্ন মুদি দোকান, হার্ডওয়ার বিক্রেতা, এবং অন্যান্য দোকান তল্লাশি চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ।

সম্প্রতি কৃষ্ণনগর সহ আরো বেশ কয়েকটি জায়গায় অ্যাসিড হামলা সংক্রান্ত বিষয়ে সচেতনতা উদ্দেশ্যেই হয়তো এ ধরনের তৎপরতা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

বিশেষ সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে অ্যাসিড মজুদ রাখা প্রতিটা দোকানেই সহকারী লাইসেন্স প্রয়োজন, তার সাথেই অ্যাসিড বিক্রি এবং কেনার পর পুংখানুপুঙ্খ তথ্য লিপিবদ্ধ করা প্রয়োজন, সরকারি নিয়ম অনুযায়ী। তা অনেকেই, মেনে চলছেন না এ ধরনের খবর প্রশাসনের কাছে ছিল বেশ কিছুদিন যাবৎ! আজ গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎই তারা পৌঁছে যায় এবং হাতেনাতে ধরে ফেলে তিনজনকে।

মিউরেটিক, কার্বলিক, হাইড্রোক্লোরিক বিভিন্ন ধরনের এসিড বিভিন্ন ভালো কাজে লাগলেও, তা সরকারি অনুমতি দিয়ে লিপিবদ্ধকরণের মাধ্যমে কেনা এবং বেচা উচিত বলেই প্রশাসনিক বার্তা!

Leave a Reply