দেবু সিংহ, মালদাঃ- মালদা নালাগোলা রাজ্যে সড়কে বামনগোলা থানার অন্তর্গত পাকুয়া হাট বাসচালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বচসা জেরে শুক্রবার ১১ টা নাগাদ এক ঘন্টা বাস বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাস চালকরা ।পাকুয়া হাট এলাকায় নতুন বাস ষ্টান্ডে বাস না দাঁড়ান অভিযোগ তুলেছে নতুন বাস ষ্টান্ডে কাছে থাকা ব্যবসায়িক সমিতির সদস্যরা তাদের অভিযোগ প্রতি দিনই মালদা নালাগোলা রাজ্যে সড়কে প্রায় ৮০টি বাস চলাচল করে। কিন্তু নতুন বাস ষ্টান্ড বাস দার না করিয়ে চলযাছে এই অভিযোগ করে অনুপ রায় বলেন পাকুয়াহাট এলাকায় এখানে নতুন বাস ষ্টান্ড করা হয়েছে যে ভাবে মালদা নালাগোলা রাজ্যে সড়কে বাস চলাচল করে প্রতিদিন এই পাকুয়াহাট এলাকায় এই নতুন বাস ষ্টান্ডে নিয়ম রয়েছে পেছনের বাস এই ষ্টান্ডে আসার পরে আগের বাস নিয়ে যাওয়ার কিন্তু শুক্রবার সকালে একটি বাস ষ্টান্ডে দার না করিয়ে চলে যান ব্যবসায়িক সমিতির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলে এই নতুন বাস ষ্টান্ড চালু থাকলে এখানকার ষ্টান্ডে দোকান গুলি চালু হবে তাই সেই বাস কন্টাক্টে বলা হয়েছে এই বাস ষ্টান্ডে যাওয়ার সময় না দারানোর জন্য তাকে বলাহয় আসার সময় তাকে এখানে বাস দারকরাতে দেওয়া হবেনা নিয়মিত যে ভাবে সব বাস দারাছে সেই ভাবে সব বাস দার করাতে হবে এই কথা বলায় বাস চালক ও ব্যবসায়িক দের মধ্যে বচসা সৃষ্ট হয় তার জেরে বাস চালকরা প্রায় এক ঘন্টা বাস বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে।বাস কন্টাক্ট মানিক দাস বলেন বেস কিছু দিন ধরে সমস্যা হছে এখানে বাস দারকরানো নিয়ে নতুন বাস ষ্টান্ডে বাস দারকরালে পরের বাস আসতে লেট হওয়ার যাত্রীরা বাস চলকদের গালাগালি করে দেরি হয়ে যাওয়ায় তাই নতুন বাস ষ্টান্ডে যাত্রীদের নামানোর পরেই বাস ছেড়ে দেওয়া হয়। সময় কম থাকায় এখান থেকে বাস নিয়ে বেরিয়ে যেতে হয়। এই নিয়ে মালিকদের আগামীতে মিটিং রয়েছে তারপরে কি হছে জানাবেন।এই খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে বামগোলার থানার পুলিশ অবশেষে পুলিশের আশ্বাসে পুনরায় বাস চলাচল শুরু হয়।