লোকাল ট্রেন চালু ও হকারদের বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে নবদ্বীপে অবস্থান-বিক্ষোভ

Social

মলয় দে, নদীয়া:- আজ নবদ্বীপ ধাম রেল স্টেশনের নিচে সি আই টি ইউ রেল হকার্স ইউনিয়নের বিভিন্ন দাবিতে এক অবস্থান-বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের এই অবস্থান-বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন নদীয়া জেলার সি আই টি ইউর নেতা ও রেল হকার্স ইউনিয়নের নবদ্বীপ শাখার সভাপতি সৌমেন অধিকারি সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

আজকের এই বিক্ষোভ সভায় বক্তারা দাবী করেন, মহামারী এই কোভিড এর কারনে দীর্ঘ দিন ধরে রেল পরিষেবা বন্ধ থাকায় রেল হকার সহ খেটে খাওয়া মেহনতি মানুষসহ সাধারণ মানুষ চরম সংকটের মধ্যে রয়েছে। বিধি নিষেধ মেনে মেট্ররেল, বাস ,অটো চলতে পারলেও রেল পরিষেবা কেনো বন্ধ থাকবে। তাঁদের দাবী অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে ও দীর্ঘ দিনের দাবী রেল হকারদের পরিচিতি পত্র প্রদান করতে হবে, সমস্ত রেল হকারদের বিনা মূল্যে ভ্যাকসিন দিতে হবে বলে তাঁরা দাবি করেন। এরপর দীর্ঘ প্রায় এক ঘন্টা পর তাঁরা নিজেরাই অবস্থান বিক্ষোভ তুলে নেন।

Leave a Reply