মলয় দে নদীয়া :-মহা শিবরাত্রি উপলক্ষে কালনা রাজবাড়ী এবং ১০৮ শিব মন্দিরে ভক্তদের ভীড় চোখে পড়ার মতন। কালনা এবং কালনার বাইরের অনেক মানুষ এই সময় আসে শিবের মাথায় জল ঢালতে পূর্ণ লাভের আশায়।সকালের দিকে দেখা গেল বহিরাগত পূর্ণীদের ভীড়।
১০৮ সব মন্দির এবং রাজবাড়ীতে,প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের কোনো রকম অসুবিধা না হয়, সেই ব্যাপারেও নজর দিয়েছে প্রশাসন।
উপপৌরপিতা তপন পোড়েল বলেন কালনা পৌরসভা এবং কালনা পুলিশ প্রশাসনের তরফ থেকে রাজবাড়ী এবং ১০৮ শিব মন্দিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের কথা ভেবে আর খোলা যদি ডিপার্টমেন্ট থেকে লক্ষ্মী বাড়ির ভিতরে যে শিবের মূর্তিটি ছিল সেই মূর্তিতে জল ঢালবার জন্য বন্ধ করে দিয়েছিল সেটি খুলে দেওয়া হয়েছে।