পুলিশকর্মীর সরকারি আবাসনে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা পুলিশ মহলে

Social

দেবু সিংহ, মালদা : পুলিশকর্মীর সরকারি আবাসনে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা পুলিশ মহলে। ওই পুলিশকর্মীর নাম রামকিংকর মণ্ডল। তিনি জেলা হোমগার্ড বিভাগের এএসআই। মালদা শহরের পুলিশ লাইন সংলগ্ন সরকারি আবাসনে থাকেন। তাঁর কোয়ার্টার নম্বর ৮/২। নীচতলায় থাকেন তিনি।

১৫ জুলাই স্ত্রী অর্চনারানি মণ্ডল ও তিন মেয়েকে নিয়ে তিনি এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোথাবাড়ি থানার কৃষ্ণপুর গ্রামে যান। আজ সকালে ফিরে এসে দেখেন, কোয়ার্টারের দরজার তালা ঠিক থাকলেও জানালার গ্রিল ভাঙা। ভেঙে ফেলা হয়েছে ঘরের আলমারি ও তার লকার। সেখানে থাকা এক লক্ষ ২০ হাজার টাকা ও ১০-১২ ভরির সোনার গয়না উধাও। এই খবর চাউর হতেই আবাসনের পাশাপাশি সংলগ্ন এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সাউ। তবে এনিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply