নদীয়ার কৃষ্ণনগরে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের আবক্ষমূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ছাউনি সংস্কার স্বেচ্ছাসেবী সংস্থার

Social

সোশ্যাল বার্তা : আগামী ৪ঠা শ্রাবণ বিশিষ্ট কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এর জন্মদিন। দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যের উজ্জ্বল, নক্ষত্রসম একজন ব্যক্তিত্ব। রবীন্দ্র সমসাময়িক হলেও তিনি ছিলেন রবীন্দ্র প্রভাবমুক্ত। তিনি নিজস্ব একটা জগৎ গড়ে তুলেছিলেন। বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায় এর অবদান অনস্বীকার্য ।

তিনি অজস্র নাটক, উপন্যাস লিখেছেন পাশাপাশি তাঁর দেশাত্মবোধক গানগুলি আমরা স্মরণ করি সর্বদা যা আমাদের দেশপ্রেমকে জাগরিত করে। তাঁর বিখ্যাত গান “ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা…. ” তৎকালীন শ্রেষ্ঠ গানগুলির মধ্যে একটি। পাশাপাশি “ওই মহাসিন্ধুর ওপার থেকে..” গানটি আমরা আজও গুনগুন করে নিজেদের অজান্তে গেয়ে ওঠি যা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গানের মধ্যে অন্যতম।

কৃষ্ণনগর এর এই কৃতিসন্তান সাহিত্যের মাধ্যমে কৃষ্ণনগরকে গোটা ভারতবর্ষের দরবারে তুলে ধরেছেন।

নদীয়া জেলার কৃষ্ণনগরের সদরের মোড়ে রয়েছে এই মনীষীর আবক্ষমূর্তি। রবিবার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান এর উদ্যোগে আবক্ষ মূর্তির ওপরে যে ছাউনি ছিল সেই ছাউনিটি সংস্কার করে রং করে দেওয়া হয় এবং মূর্তিটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

কৃষ্ণনগর ঐকতান এর সভাপতি অরিন্দম দেব জানান “কৃষ্ণনগর শহরের মনীষীদের মূর্তি আমরা সারাবছর ধরেই আমাদের সংগঠনের পক্ষ থেকে সংস্কার করি। আমাদের আর্থিক ক্ষমতাও সীমিত। ৪ঠা শ্রাবণ দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন । গতবছর মূর্তিটি সংস্কার করে রং করা হয়েছিল এবারে ওপরের ছাউনিটি ঠিক করে দেওয়া হলো ও মূর্তিটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। স্টেশন সংলগ্ন কবির জন্মভিটেয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে আমাদের এই সংগঠন। কৃষ্ণনগর পৌরসভা এই কাজে আমাদের অনুমতি দেওয়ায় আমরা কৃতজ্ঞ “।

Leave a Reply