নিউজ সোশ্যাল বার্তা, ৫ই ডিসেম্বর,২০১৯, মলয় দে নদীয়া:- কালিগঞ্জ থানার হরিনাথপুর এর গৃহবধূ প্রিয়া রক্ষিত শান্তিপুরে বাস থেকে নামার পর টোটোতে উঠেছিলেন । ফোনে ব্যস্ত অবস্থায় টোটো ভাড়া ১০ টাকা দিয়ে কথা বলতে বলতে নেমে যান, ভুল করে রেখে যান তার হাত ব্যাগটি। আনোয়ার বাবু খেয়াল না করেই সোজা প্রায় ১ কিলোমিটার যাওয়ার পর, নজরে আসে ব্যাগটি। সামনে থেকে শুধুমাত্র চেনটি খুলে দেখেন, বেশ কিছু টাকা ভর্তি।
যথারীতি যেখানে প্রিয়া দেবীকে নামিয়েছিলেন ঠিক সেখানে গিয়ে খুঁজতে থাকেন, দাঁড়িয়ে থাকা সব মানুষকে বলতে থাকেন ঘটনাটি। ইতিমধ্যে প্রিয়া দেবী কে কান্নাকাটি করতে দেখে প্রতিবেশীরা। তাদের মাধ্যমে যোগাযোগ হয় আনোয়ার আলীর, হাতে তুলে দেয় ব্যাগ ভর্তি টাকা টি ।
কৃতজ্ঞতা স্বীকার করতে বা ঘটনার বিবরণ দিতে ক্যামেরার সামনে আসতে চাননি, প্রিয়া দেবী।
আনোয়ার আলী জানান, “পরিশ্রমের ফল মিঠা হয়, উনাকে খুঁজে না পেলে, কিছু দু:স্থ বয়স্কদের মধ্যে ভাগ করে দিতাম। আজ আমার কথা পাঁচজন জেনে একজন্ হলেও আগামীতে অনুপ্রাণিত হয়ে ফেরত দেবে আর একজনের ব্যাগ, হয়তোবা সে আমারই কোন নিকট আত্মীয়”।
Facebook : News Social Barta 24×7
WhatsApp :9434158779