থ্যালাসেমিয়ার সচেতনতা ও বাহক নির্ণয় শিবির আয়োজনে প্রয়াস

Social

নিউজ সোশ্যাল বার্তা, ৫ই ডিসেম্বর ২০১৯, মলয় দে, নদীয়া:– শান্তিপুর প্রয়াস এর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আজ রামনগর চর ও সূত্রাগরচর দূর্গা বারোয়ারি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো থালাসেমিয়া বাহক নির্ণয়   ও সচেতনতা শিবির ।

মানুষকে এই মরণব্যাধি নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিলেন গ্রামবাসীদের মধ্যে । এছাড়াও মানুষকে এইচ আই ভি নিয়ে সচেতনতা করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদর হাসপাতালের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের অধ্যাপক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বৃন্দ ।

এছাড়াও উপস্থিত ছিলেন তপন মজুমদার, অনুপম সাহা, সুব্রত মৈত্র সহ বিভিন্ন সমাজকর্মী ও পরিবেশ কর্মী ।  অনুষ্ঠানে ৪৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয় ।

শান্তিপুর প্রয়াসের সদস্যরা বলেছেন আগামী দিনে এই রোগে মানুষ যাতে জীবন না হারায় এটাই তাদের প্রধান লক্ষ্য।