প্রায় দুই শতাধিক বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরি

Social

দেবু সিংহ,মালদা; প্রায় দুই শতাধিক বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরি। লোপাট সোনার হার থেকে শুরু করে প্রচুর সোনা রুপোর মুল্যবান প্রচুর অলঙ্কার। লোপাট প্রায় হাজার পঞ্চাশেক টাকা। এমনকি চুরি প্রাচীন বহু মূল্যবান বড় ঘন্টা। তীব্র উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের সংগঠন পাড়া এলাকার শিব মন্দির এলাকায়। ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে এলাকায় সম্প্রতি অন্তত চারটি মন্দিরে গয়না ও টাকা চুরি হল। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

 

এলাকাবাসী ও মন্দির কর্তৃপক্ষের দাবি,এলদল মাদকাসক্ত যুবকের দৌরাত্ম ক্রমেই বেড়ে চলেছে। এলাকাতে ছিনতাই, চুরি, ডাকাতির ঘটনা বাড়ছে।প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার নিচ্ছে তাঁরা। নেশার টাকা জোগাতে বিভিন্ন অসামাজিক কাজ করছে তাঁরা। যে কারণে মন্দিরেও এমন চুরি হচ্ছে।

Leave a Reply