শুভেন্দু অধিকারীর গাড়িতে আচমকা ট্রাকের ধাক্কা ! পলাতক ট্রাকের চালক ও খালসি

Social

সোশ্যাল বার্তা : শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা। পলাতক ট্রাকের চালক ও খালসি। জানা যায় শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বাড়ি থেকে তমলুক ইসকন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সময় দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানার দুরমুঠের কাছে উল্টো দিক থেকে দ্রূতগতিতে আসা একটি ট্রাক্ শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িতে ধাক্কা মারে‌।

দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। আহত হন গাড়ির চালক সহ গাড়িতে থাকা শুভেন্দুর নিরাপত্তা রক্ষীরা‌‌ । তবে আঘাত লাগেনি শুভেন্দুর। ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক সহ খালাসি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় মারিশদা থানার পুলিশ।এই ঘটনায় বেশ কিছু সময় আটকে পড়েন শুভেন্দু অধিকারী।

Leave a Reply