কৃষ্ণনগরে বাড়ির রান্নার গ্যাসের থেকে অগ্নিকান্ডের ভস্মীভূত হলো গৃহস্থের বাড়ি, বাদ গেল না গৃহপালিত পশু

Social

নিউজ সোশ্যাল বার্তা,মলয় দে, নদীয়া:-বাড়ির রান্না গ্যাস থেকে অগ্নি সংযোগের কারণে ভষ্মিভূত হয়ে গেল একটি বাড়ি। ঘটনাটি নদীয়ার কোতয়ালী থানার শক্তিনগর অঞ্জন পাড়ার বটতলা এলাকার ঘটনা। খবর পেয়ে আসে দমকল কর্মীরা । । সূত্রের খবর গতকাল রাত্রে ওই এলাকার মলয় মিত্রের বাড়িতে এক বৃদ্ধা একাই ছিলেন। হঠাৎই ওই বাড়ি রান্নার গ্যাস থেকে অগ্নিসংযোগ ঘটে যায়। এই ঘটনায় ঐ বৃদ্ধার কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি গৃহপালিত পশুর মৃত্যু হয় এবং বাড়ির অন্যান্য জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে জানা যায়। এলাকার মানুষ অগ্নিনির্বাপণ সংস্থাকে খবর দেয়। কিন্তু অভিযোগ বেশ কিছুক্ষণ দেরিতে আসে ওই দমকল কর্মীরা। ফলে বশীভূত হয়ে যায় ওই বাড়িটি, মৃত্যু হয় গৃহপালিত পশুর। প্রথমে স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কিছুটা পরে দমকল বাহিনী আসে। দেরিতে আসায় এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়েন তারা । তবে স্থানীয় মানুষের প্রচেষ্টায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বলে দাবি করেন স্থানীয় প্রাক্তন পৌরপতি। তবে কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।