নয়নজুলি ভরাট হচ্ছে প্রতিবাদে কূষকদের রাস্তা অবরোধ 

Social

অঞ্জন শুকুল, নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জের ডাকাতে কালী বাড়ী মাঠের পি ডবলু বি রাস্তার দুপাশে নয়নজুলি বিলের যে জলাশয় রয়েছে অভিযোগ তা দিন দিন কিছু অসাধু ব্যবসায়ী মাটি ভরাট করে নয়নজুলি দখল করে বিঞি করছে, ফলে জলাশয় দখল হয়ে যাচ্ছে ।

অবরোধকারীরা জানান “প্রশাসনের নাকের ডগায় চলছে এহেন কাজ তবুও প্রশাসন নীরব দর্শক । আবার এই দখল সম্পত্তি ৫০০০-১০০০০ টাকা হাত জায়গা বিঞি করছে অসাধু ব্যবসায়ী । এত দিন ধরে নয়ন জুলিতে কূষকরা পাট পচাতো। বর্ষা মৌসুমে মৎসজীবিরা মাছ ধরে উপার্জন করেন। বর্তমানে তা প্রায় বন্ধের মুখে।”

এই নয়নজুলি বিলের দখল মুক্ত করার দাবিতে এলাকার কূষক ও সাধারণ মানুষের প্রতিবাদে রাস্তা অবরোধ হয় । ফলে কৃষ্ণনগর মাজদিয়া রাজ্য সড়ক অবরোধ এক ঘণ্টার বেশি সময় ধরে চলে। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ এর বিডিও কামাল উদ্দিন আহমেদ , কৃষ্ণগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় । বিডিও সাহেব আন্দোলনকারীদের আশ্বস্ত করেন অবিলম্বে দখল হওয়া নয়নজুলি মুক্ত করা হবে । এই আশ্বাস পাওয়ার পর বিডিওর কথামতো কৃষকরা অবরোধ তুলে নেন ।

Leave a Reply