সাধন সংঘ আশ্রমের উদ্যোগে গাজোলে শীতবস্ত্র প্রদান

Social

দেবু সিংহ,মালদা: সাধন সংঘ আশ্রমের উদ্যোগে, গাজোল ব্লকস্থ আদর্শবানী শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে ১২৫ জন দুঃস্হকে শীতবস্ত্র প্রদান করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আদর্শবাণী একাডেমির ছাত্র-ছাত্রীরা ।

বক্তব্য রাখেন উত্তরাখণ্ড ঋষিকেশ থেকে আগত সাধন সংঘ আশ্রমের প্রধান শ্রীশ্রী অচুৎ চেতন মহারাজ, আদর্শবাণী টিচার্স ট্রেনিং কলেজের সভাপতি মাননীয়া শ্রীমতি রুমু সরকার, গাজোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল বর্মন, বিশিষ্ট সমাজসেবী ও চক্ষু পরীক্ষক অজিত দাশ, জাগরণ মালদার সদস্যা স্বাগতা গুহ নিয়োগী, গাজোল খেলার সাথী ক্লাবের সদস্য শিশির চক্রবর্তী, সাধন সংঘ আশ্রম ওল্ড মালদা শাখার সদস্য শিবু শংকর সেট, আদর্শবাণী একাডেমির শিক্ষক অপূর্ব পাল প্রমূখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা।

Leave a Reply