হলদিয়া: হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় এক নাবালিকার যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার মধ্যবয়স্ক সঞ্জীব দাস(৫৫)। ঘটনাটি ঘটেছে সুতাহাটা পঞ্চায়েত সমিতির অধীনে শালুকখালি তে। জানা যায়, গত ১৩ই জুলাই মঙ্গলবার ঐ নাবালিকা বিকালে খেলার ছলে কাপড় পড়ে প্রতিবেশী সঞ্জীব দাস এর একটি ছোট্ট দোকানে যায় । অভিযোগ ওই সঞ্জীব দাস দোকানদার তাকে ডেকে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে । ওই নাবালিকা শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুটে এসে তার পরিবারের বিষয়টি বলে। তৎক্ষণাৎ ওই নাবালিকার মা বাবা দুজনে সঞ্জীব দাসকে বললে সে অস্বীকার করে।
হলদিয়া দূর্গাচকে মহিলা থানায় ওই নাবালিকার যৌন হেনস্থা বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দিন রাত্রে শালুকখালি থেকে সঞ্জীব দাস কে গ্রেপ্তার করে। বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে হলদিয়া মহিলা থানা তিন দিনের পুলিশ রিমান্ডে নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, দোষী সঞ্জীব দাস তার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে আজ শুক্রবার হলদিয়া মহকুমা আদালতে আবার তোলা হয়। জামিনের আবেদন করলে বিচারক নাকচ করে দেয়।
শালুকখালিতে এই ঘটনা জানাজানি হওয়ার পর উত্তেজনা চরমে ওঠে। এলাকাবাসী ওই অভিযুক্তের ফাঁসির আবেদন করেন। সঞ্জীব দাস এর স্ত্রী ও দুই যুবক ছেলে রয়েছে। এই ঘটনার পর নাবালিকার বাড়িতে চড়াও হয় তার দুই ছেলে বলে অভিযোগ। এমনকি ওই নাবালিকার বাড়িঘর ভেঙ্গে দেওয়া হয়। গ্রামবাসীরা উত্তেজিত হয়ে সঞ্জীব দাস এর পরিবারকে গ্রামছাড়া করার কথা জানায়। এমনকি ওই সঞ্জীব দাস এর আগেও প্রতিবেশী কয়েকটি নাবালিকার সাথে এমন আচরণ করেছে বলে জানান এলাকাবাসী।