শ্যামল কান্তি বিশ্বাস : বাংলার সর্বাধিক ধনী মফঃস্বল শহর ‘রূপসী বগুলা’ পূনরায় করোনা আমফান বিপর্যস্ত পরিস্থিতি কাটিয়ে নবসাজে সজ্জিতা হয়ে উঠলো।বগুলার সাফল্যের পালকে আরো একটি নতুন সংযোজন,আলোক ঝলমলে রূপবহ্নি নৈশ আবহে বগুলা। বৈদেশিক অর্থ বিনিময় প্রক্রিয়ায়, বগুলা পোস্ট অফিস,এশিয়া মহাদেশের মধ্যে পর পর তিন বার প্রথম অর্থাৎ হ্যাট্রিক করার সুবাদে গর্বিত বগুলাবাসী। শুধু তাই নয় ক্রীড়া, সাহিত্য,সংস্কৃতি সব দিক থেকে যথেষ্ট সুনাম অর্জন করে চলেছে এই বগুলা। ইতিপূর্বে ভারতের সেরা গ্ৰাম পঞ্চায়েতের শিরোপা অর্জন করেছে বগুলা ১ নং গ্ৰাম পঞ্চায়েত।
এক সমীক্ষায় দেখা গেছে, দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, কর্মপ্রার্থীদের এক তৃতীয়াংশ আবেদনপত্র বগুলা থেকেই জমা পড়ে। সরকারি চাকরির ক্ষেত্রে ও বগুলার ছেলে -মেয়ে রা যথেষ্ট এগিয়ে,বিশেষত ভারতীয় রেল বিভাগে, সংখ্যাগত দিক থেকে বগুলার ছেলে-মেয়েদের অবস্থান অত্যন্ত ঈর্ষণীয় অর্থাৎ সারা দেশে বিশেষ জায়গা দখল করে আছে এই বগুলা। সকলের সেই পবিত্র বগুলা আজ নবসাজে সজ্জিতা হওয়ায়, স্বভাবতই খুশি এলাকার সর্বস্তরের জনগণ।
রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দারের বিধায়ক কোটার অর্থ বরাদ্দে সুসম্পন্ন হল, এই স্বপ্নের প্রকল্প। সার্বিক সহযোগিতায় বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েত। বগুলা নোনাগজ্ঞ মোড় থেকে দূর্গাপুর রেলগেট পর্যন্ত ৮০ টি স্মার্ট এল ই ডি রোড লাইট প্রতিস্থাপনের মধ্যদিয়ে রূপায়িত এই প্রকল্পের সূচনা হল ১০ ই জুনের শুভসন্ধ্যায়।
বিধায়ক সমীর কুমার পোদ্দার নিজেই এই জনহিতকর প্রকল্পের উদ্বোধন করলেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বগুলা ২নং গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি রত্না ঢালি সহ এলাকার বিশিষ্ট জনেরা।
মমতা ব্যানার্জীর নেতৃত্বে সারা বাংলায় উন্নয়ন চলছে , সাধারণ মানুষের জন্য এভাবেই কাজ করে যেতে চান বলে জানান বিধায়ক ।