মলয় দে, নদীয়া :-নদীয়ার শান্তিপুরের সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের উদ্যোগে সর্বানন্দী পাড়ার লোকনাথ মন্দিরের সামনে বেশকিছু রিক্সা চালক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের বিভিন্ন খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হলো।
লকডাউন এর ফলে নিদারুণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে রিকশাচালক ও তাদের পরিবারের মানুষজন। এমনিতেই আধুনিক পরিবহন ব্যবস্থায় এখন রিকশাচালকদের আজ তেমন আর কেউ ডাকে না। বেশিরভাগ মানুষই টোটো অটো বা অন্য কোন গাড়িতে যাতায়াত করেন ফলে রিকশাচালকদের অবস্থা অত্যন্ত করুণ। তাই সেই সমস্ত রিকশাচালকদের কথা মাথায় রেখে আজ তাদেরকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সদস্যরা। উল্লেখ্য গত বছরেও এমনভাবেই রিকশাচালকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল এই সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও সবুজায়নের দিকে লক্ষ্য রেখে বেশ কিছু বৃক্ষরোপণ করা হলো সংগঠনের পক্ষ থেকে। লোকনাথ মন্দিরের সামনে রাস্তার পাশে এই অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।