এলাকার যুবকরা প্রথম এতদূর বাইকে করে ! লাদাখ ফেরত যুবকদের সংবর্ধনা দিল গ্রামবাসীরা

Social

অতনু ঘোষ,পূর্ব বর্ধমান: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য ভারতসহ গোটা বিশ্বের পর্যটকদের অন্যতম পছন্দের স্থান লাদাখ। এখানকার প্রকৃতি যে কত রকম বৈচিত্রময় তা লাদাখ না ঘুরলে বোঝাই যায় না। ভ্রমণ পিয়াসী বাঙালি ইচ্ছেশক্তির উপর ভর করেই অজানাকে জানতে পাড়ি দিতে পারে মাইলের পর মাইল পথ।

থাকবো নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে বন্ধ করে না থেকে ইচ্ছা শক্তির ওপর ভর করে গত চৌঠা জুন মোটরবাইকে লাদাখ ভ্রমণের উদ্দেশ্যে মেমারির দেবীপুর এলাকার ৬ যুবক জাকির হোসেন( বাপি), সন্টু মন্ডল,ডালিম মোল্লা, সোমনাথ সেন,অজিত দাস ও সেখ সইদুল বের হয়।

লাদাখ যাওয়ার পথে আগ্রা তাজমহল হয়ে পাঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দির তারপর লাদাখ কাশ্মীর কুলু মানালি হয়ে এদিন বাইশে জুন রাতে ফের মেমারীর দেবীপুরে ফিরে আসে ওই ছয় যুবক।

মেমারি দেবীপুরে ফিরে আসতেই ওই ছয় যুবককে এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষেরা মালা পরিয়ে অভ্যর্থনা জানান এবং যুবকদের মুখ থেকে শোনেন বাইকে করে লাদাখ যাওয়ার অভিজ্ঞতার কথা।

বাঙালি বরাবরই ভ্রমণ পিয়াসী, আর ভ্রমণ পিয়াসী বাঙালি ইচ্ছা শক্তির জোরে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে তারই এক দৃষ্টান্ত এই ছয় বাঙালি যুবক ধরল গোটা বাংলার কাছে, বাঙালির কাছে।

Leave a Reply