স্ত্রীকে খুন করে বাড়ির পিছনে মাটিতে পুঁতে থানায় নিখোঁজ ডায়েরি স্বামীর

Social

দেবু সিংহ, মালদাঃ- এক সপ্তাহ ধরে দিব্যি বাড়িতে রান্না,খাওয়া দাওয়া করছিলেন স্বামী। কিন্তু শেষরক্ষা হল না। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। মালদহের চাঁচলের স্বরূপগঞ্জের ঘটনা। মঙ্গলবার বিকেলে গর্ত থেকে পচা দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় কয়েকজন প্রতিবেশীর। সেখানে গিয়ে গর্তে মৃতদেহ দেখতে পান তারা। তারপরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী ! গর্ত খুঁড়ে উদ্ধার করা হয় নিহত বধূর দেহ।

পুলিশ‌ সূত্রে জানা যায়,নিহত বধূর নাম কালো বিবি(৩২)।পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেন স্বামী মহম্মদ আলি।চার সঙ্গীকে নিয়ে আলি তার স্ত্রীকে খুন করেছে বলে পুলিশকে জেরায় জানিয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। তবে কি কারণে স্ত্রীকে খুন করা হয়েছে তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।

পারিবারিক কারণ নাকি অন্য কোনও কারণে খুন তা তদন্তে নেমেছে পুলিশ। সম্প্রতি একইভাবে পরিবারের লোকজনকে খুন করে বাড়িতে পুঁতে রাখা হয়েছিল মালদাহের কালিয়াচকে।এবার চাঁচলে কালিয়াচাক কান্ডের পুনরাবৃত্তি হওয়ায় এলাকাজুড়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply