মলয় দে, নদীয়া :- ক্যাকটাস মূলত মেক্সিকো, দক্ষিণ আমেরিকার মতন শুষ্ক মরু অঞ্চলে দেখা যায়। ফনিমনসা হলো ক্যাকটাস জাতীয় এক ধরনের রসালো কান্ড যুক্ত দীর্ঘজীবী উদ্ভিদ।তবে ভারতবর্ষে ২৫ টিরও বেশি প্রজাতি লক্ষ্য করা যায়। প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়ামের মত খনিজ মৌল থাকার কারণে অনিদ্রা, স্থূলতা, যেকোনো ব্যথার ফোলা ভাব কমাতে, ত্বকের সজীবতা ফেরাতে, হাড়ের মজবুত গঠনে, ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কান্ড ফুল ফল সবটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ প্রস্তুতের ক্ষেত্রে। আমেরিকার আদিবাসীরা ফুল ফল এবং কান্ড সরাসরি খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করে। তবে আমাদের দেশে, গবাদিপশুর নানান রোগ নিরাময়ে বহুল ব্যবহৃত হয়।
১ থেকে ৩ মিটার পর্যন্ত লম্বা গাছের কান্ড দেখতে পাতার মতন, আর পাতা রূপান্তরিত হয় কাঁটাতে। ফুল থেকে প্রাপ্ত তেল সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। গাছ দেখে বিভিন্ন প্রজাতি চিহ্নিত করা সম্ভব হয় না তবে ফুলের ভিন্নতায় তা বোঝা যায়! বর্ষাকালে মূলত অপরূপ শোভাযুক্ত ফুল ফোটে।
এ রকমই এক ফুলের সন্ধান পাওয়া গেছে, নদীয়ার শান্তিপুর বড়বাজার ঘাট সংলগ্ন চরজিজিরা ফুটবল খেলার মাঠের পাশে এক কালী মন্দির এলাকায়। স্বভাবতই এই ফুল দেখতে ভিড় করছেন, পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষ! এলাকা দাবি এ ধরনের ফুল তারা কখনো চাক্ষুষ করেননি, ধার্মিক কিছু মানুষকে পূজা দিতেও দেখা গেছে! সারাদিন কুঁড়ি হয়ে থাকা এই ফুল সন্ধ্যার পর প্রস্ফুটিত হয় এবং তা রয়েছে বেশ কয়েকদিন।