মলয় দে, নদীয়া :- রথযাত্রার প্রাক্কালে নদীয়ার মায়াপুরের সন্ন্যাসীদের অনুকরণে প্রায় ১২ জন সন্ন্যাসীর একটি দল না , এটি বাস্তবে নয় , সম্পূর্ণ পোড়া মাটি নির্মিত , প্রায় দশ ইঞ্চি আকৃতি বিশিষ্ট এই কীর্তনের দলের নির্মাতা বা শিল্পী হলেন নদীয়ার শান্তিপুর কে বি প্রামাণিক স্ট্রিটের বাসিন্দা জয়দেব পাল ।
এই বারো জনের দলে প্রায় প্রত্যেকেই হারমোনিয়াম , খোল করতাল বাজাতে মত্ত । আবার কেউ কৃষ্ণ প্রেমে আপন মনে নেচেই চলেছেন । আবার একদম পিছনের সারিতে অবস্থান করছেন নিতাই গৌর । তবে চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য শান্তিপুর শহরে অনেকের বাড়িতেই জগন্নাথ দেব পূজিত হন । আর সেই জগন্নাথ দেবের রথের সামনে এই সন্ন্যাসীদের নাম সংকীর্তনের দল বা এখান থেকে কয়েক জন সন্ন্যাসী ও যদি রাখা যায় তাহলেও রথের শোভা বর্ধন কারী হিসাবে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে ও আলাদা গুরুত্ব পায় বলেই সাধারণ ভাবে বৈষ্ণব ধর্মাবলম্বীদের মত এবং শিল্পী জয়দেব পালও উক্ত বিষয়ে সহমত পোষণ করে সেই দৃষ্টিভঙ্গি থেকেই বানিয়েছেন বলে জানান।