পূজার মধ্যে মাথায় হাত কৃষকদের ! একসাথে তিনটি পাম্প সেট ,,,,,, জলের অভাবে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Social

মলয় দে নদীয়া:-শারদ উৎসবের সূচনালগ্নে মাথায় হাত নদীয়ার ফুলিয়া টাউনশিপ এলাকার কৃষকদের! আজ সকালে কৃষকরা নিজের জমিতে চাষ করতে গিয়ে দেখেন তাদের স্যালো মেশিনের ঘরে থাকা তিনটি জমিতে জল দেওয়ার জন্য জল তোলা মোটর পাম্প উধাও! দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে মোটরে লাগানো গ্রিল কেটে এই তান্ডব চালিয়েছে, গতকাল মধ্যরাতে এলাকার কৃষকরা জানাচ্ছেন রাত দশটা নাগাদ তারা জমি থেকে শেষ বারের জন্য এসেছিলেন তখনো ঠিকঠাক ছিলো।

দীর্ঘ ২ মাসের প্রচেষ্টায় জল কাদা বৃষ্টিকে উপেক্ষা করে ধান রোয়া মূল্যবান সার ওষুধ কীটনাশক দেওয়ার পর সবেমাত্র ধান ফোলা আরম্ভ করেছে, আর এই সময় একই সাথে তিনটি পাম্প সেট চুরি হয়ে যাওয়ার কারণে চাষে ব্যাপক ক্ষতি র আশঙ্কা করছেন তারা। প্রসঙ্গত এলাকার কৃষকরা একত্রিত হয়ে সমবায় গঠন করে সরকারি সহযোগিতায় এই পাম্প সেট পেয়েছিলেন, আনুমানিক এক একটি সেটের দাম প্রায় কুড়ি হাজার টাকা অর্থাৎ মোট ষাট হাজার টাকার ক্ষতি। কৃষকদের পাশে থাকতে ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী এবং ফুলিয়া টাউনশিপের প্রধান পরিমল রায়।

ফুলিয়া পুলিশ ফাঁড়িতে কৃষকদের লিখিত তদন্তের দাবির বিষয়ে তৎপর হওয়ার জন্য তারা যোগাযোগ করেন পুলিশ ফাঁড়ির আধিকারিক এর সাথে। তবে তারা প্রশ্ন তুলেছেন, শুধু এবার নয় এর আগেও একাধিকবার পাম্প সেট কখনো তার চুরি হয়ে যায় লিখিত অভিযোগ জানানো সত্বেও কোন সুরাহা হয়নি ।সম্প্রতি জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে তবে এবার ধরা পড়ে উচিত ।

Leave a Reply