মলয় দে নদীয়া :-গাংনাপুর থানার বৈদ্যপুর ১নং গ্রাম পঞ্চায়েতের নাশেরকুলী সবুজ সংঘের ময়দানে চিত্রবিতান আর্ট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী।
বৃহস্পতিবার বিকালের এই প্রদর্শনীতে চারটি বিভাগে আর্টস্কুলের ১৩০ জন ছাত্র ছাত্রী চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছিল। কাগজ সহ বিভিন্ন জিনিস ব্যাবহার করে শিল্পকর্ম তৈরির প্রশিক্ষণ দিয়েছেন আর্ট স্কুলের শিক্ষিকা অঙ্কন শিল্পী সুজাতা দেবনাথ। হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করলেন নাশেরকুলী রামমোহন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শান্ত দে। তিনি বলেন, এই আর্ট স্কুলের জন্য গ্রামের ছেলে মেয়েরা আঙ্কন শেখার সুযোগ পাচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা অঙ্কন শেখার সুযোগ পেয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষক অনির্বাণ ভট্টাচার্য, animester animation শিক্ষা কেন্দ্রের কর্ণধার সুরজিৎ দত্ত সহ অন্যরা।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের ব্যাপক সাড়া পরেছিল এবং উৎসাহ উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।