মলয় দে নদীয়া:- পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির কারণে খাদ্য সামগ্রী আকাশ ছোঁয়া । মধ্যবিত্ত থেকে দিনমজুর সকলেই পড়েছেন এক প্রকার সমস্যায় , লকডাউনে কাজ হারিয়ে আর্থিক সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ । খাদ্যসামগ্রীর পাশাপাশি দাম বেড়েছে মুরগির মাংসের ও । মাংস বিক্রেতারা বলেন মাংসের দাম বেড়ে যাওয়ায় সেভাবে দেখা মিলছে না ক্রেতার । খাসির মাংস বরাবরই দাম বেশি থাকায়, সাধারণ মানুষের কাছে মুরগির মাংসই ভরসা ।
বিক্রেতারা জানান পেট্রোল ডিজেলের মূল্য বাড়ায় মুরগির খাবারের পরিবহন খরচ বেড়ে গিয়েছে অন্যদিকে মুরগি নিয়ে যাওয়ার ক্ষেত্রেও?আর তাতেই বৃদ্ধি পেয়েছে মুরগির মাংসের দাম । ক্রেতা থেকে বিক্রেতা সকলেই চাইছেন পেট্রোল-ডিজেলের দামে লাগাম টানতে দুই সরকারই একটু নজর দিক! দেড়শ টাকার আশেপাশে থেকে প্রতি কেজি থেকে সোজা এক লাফে দুশ কুড়ি !