পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে শান্তিপুর ব্লকের চেক প্রদান মৃত কৃষকের পরিবারবর্গকে

Social

নিউজ সোশ্যাল বার্তা , ৫ই ডিসেম্বর ২০১৯,মলয় দে, নদীয়া: সারা বছর রোদ্র, বৃষ্টি শীত,কে উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে ফসল ফলান কৃষক । তাদেরই বিভিন্ন সহযোগিতার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে অধীনস্থ কৃষকদের ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে স্বাভাবিক মৃত্যু সহ যেকোনো ধরনের মৃত্যুতে তার পরিবারবর্গের হাতে দু লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

আজ শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী সুমন দেবনাথ,এ ডি এ সন্দীপ মিত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, সহ-সভাপতি মনিকা সরকার, কৃষি সমবায় সেচ দপ্তরে কর্মদক্ষ সুব্রত সরকার, জেলা পরিষদের সদস্য নিমাই বিশ্বাসের উপস্থিতিতে বাবলা অঞ্চলের সুশীল হালদারের পরিবার, বেলঘড়িয়া ১অঞ্চলের অলক শেখের পরিবার বর্গের হাতে দু লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়।

পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামাণিক জানান‌ “চলতি বছর ২০১৯ শান্তিপুর ব্লকের মোট ১৩ জন কৃষক   পরলোক গমন করেন । ১২ জন ব্লকের ও ১জন শহর  এলাকার । পূর্বে এবং আজকের অনুষ্ঠানে ১২ জনকেই সাহায্য দেওয়া সম্ভব হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে। জেলায় চলতি মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা জন্য একজনকে আনুষ্ঠানিকভাবে ঐদিন চেক প্রদান করা হবে।”
সহ-সভাপতি মনিকা সরকার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানান” উপযুক্ত তথ্য এবং নিজস্ব পর্চা থাকলে সকল কৃষক আবেদন করতে পারেন।”

সুব্রত বাবু জানান, “এই প্রকল্পে বছরে দুবার মোট পাঁচ হাজার টাকা কৃষকদের চাষের কাজে সহযোগিতার জন্য দেওয়া হয়। এছাড়াও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন ফসলের বীজ, ঔষধ সহ নানান সুযোগ সুবিধা প্রদান করা হয়।”

Facebook: News Social Barta 24×7

WhatsApp : 9434158779