মলয় দে নদীয়া :-বাংলা, বিহার সহ একাধিক রাজ্যে গঙ্গাকে পরিচ্ছন্ন ও গঙ্গার ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প ইতি মধ্যে গ্রহন করেছে।
নমামি গঙ্গে, তার মধ্যে অন্যতম উল্লেখ যোগ্য।
এদিন এমনি এক প্রকল্পের অধিনে থাকা এ রাজ্যের ICAR দপ্তরের উদয়োগে নদীয়ার নবদ্বীপে পালিত হল
গঙ্গা নদীর মৎস ও ডলফিন সংরক্ষণ সচেতনতা কর্মসূচী ও গঙ্গা বক্ষে ছোট মাছ ছাড়া কর্মসূচী। এদিন নবদ্বীপ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রানীর ঘাট নামক গঙ্গার তীরবর্তী স্থানে এই কর্মসূচী পালিত হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ বসন্ত কুমার দাস
(Director icar), সহ সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি, ও এলাকার অসংখ্য মৎস জীবি।
ডঃ বসন্ত কুমার দাস জানান
বাংলা, বিহার সহ একাধিক রাজ্যে গঙ্গাকে পরিচ্ছন্ন ও গঙ্গার ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ। আমরা গোটা দেশ জুড়ে এই কর্মসূচী পালন করছি তারই অঙ্গ হিসেবে এই নবদ্বীপে এই অনুষ্ঠান। তিনি আরও বলেন
এদিন নবদ্বীপে ২লক্ষ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়া হয়।
আমরা আসাবাদি এই ছাড়া মাছের যদি ১০% মাছও যদি বাঁচে, তাহলেও অনেক, কারন তারাও আরও বংশ বিস্তার করবে, পাশাপাশি ডলফিন সংরক্ষণের ওপরও আমরা নজর রাখছি,,কারন ডলফিনকে ঘিরে পর্যটন ব্যবসাও বিস্তারিত হয়,।
এদিনের এই কর্মসূচী তে উপস্থিত মৎসজীবি দেরও গঙ্গায় মাছ ধরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় সংগঠন এর তরফে।
নবদ্বীপ শহরের এহেন কর্মসূচীতে খুশি উপস্থিত মৎসজীবি সকলেই।