মলয় দে, নদীয়া :-ইউরোর একমাস তো কোপার একদিন! মাসখানেক ধরে আলোচনার পর আজ রবিবার ফুটবল জ্বরে আক্রান্ত সারা বিশ্ব! ভারতীয় সময় সকাল 5:30 এ আর্জেন্টিনা বনাম ব্রাজিল মুখোমুখি কোপা আমেরিকায়, অন্যদিকে রাত 12:30 এর ইউরোপের ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ইতালি। বাঙালির বিভিন্ন আবেগের মধ্যে ফুটবল অন্যতম! লাল হলুদ, মেরুনসবুজ, চিংড়ি ইংলিশ, ঘটি বাঙালের লড়াইয়ের মতো, জাতীয় আন্তর্জাতিক খেলাগুলিতেও উত্তেজনার পারদ পৌঁছায় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। তাইতো লিওনেল মেসির ফ্রান্সের বাসিন্দা অথবা জার্সির হলুদ রং খুঁজে, মার্তিনেজের মারাকানা স্টেডিয়ামে মেসির স্বপ্ন দেখা অথবা স্বপ্ন ভাঙ্গার সমালোচনা নিয়ে সরগরম খেলার মাঠ থেকে ক্লাব ঘর সর্বত্র। খেলার সম্ভাব্য ফলাফলের আগাম সিদ্ধান্তে গতকাল মধ্যরাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ঝড়ের দাপট ছিল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। এরপর দু তিন ঘন্টার ঘুম বিরতির পর, এ প্রজন্মের সূর্য ওঠা না দেখা ছেলেরাও ভোর পাঁচটায় বাড়িতে অথবা পাড়ার ক্লাবে এলইডি এলসিডির সামনে । বন্ধুত্ব যত প্রগাড় হোক, শান্তিপুর শ্যামবাজার ক্লাবে আর্জেন্টিনার সাপোর্টারের সংখ্যাধিক্যের কারণেই হয়তো, ব্রাজিল সাপোর্টার বন্ধুরা অন্যত্র স্বাচ্ছন্দ্যে খেলা দেখার ব্যবস্থা করেছে , এমনটাই জানালেন আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে এক শূণ্য গোলে পরাজিত এক ব্রাজিল সমর্থক দাবি করে, আগেও ব্রাজিলকে সাপোর্ট করতাম.. এখনও তাদেরই পক্ষে আগামীতেও থাকবো ব্রাজিলিয়ান হিসেবেই। স্থানীয় এক ফুটবল কোচ প্রবীর গোমস, জানায় আর্জেন্টিনা বেশ কয়েক বছর বাদে এই সাফল্য, রাতের ইউরো কাপেও যথেষ্ট উত্তেজনা থাকবে, তবে ইংরেজবিদ্বেষী মনোভাবের কারণে ভারতীয়রা ইতালির সাপোর্টার হয়ে থাকেন।