সততার নজির ! ফেসবুক ও হোয়াটস অ্যাপের মাধ্যমে অটোচালক ফেরালেন মোবাইল

Social

মলয় দে, নদীয়া:- যাত্রী ভাড়াতেই আমরা সন্তুষ্ট! তবুও দুর্নামের ভাগীদার হতে হয় মাঝে মাঝেই , অন্য যাত্রীদের হদিশ না পেয়ে অবশেষে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে মাঝে মাঝেই হাজিরা দিতে হয় কোর্টে। এরকমই নানা দুঃখের কথা উঠে এলো নদীয়া জেলার শান্তিপুর স্টেশন সংলগ্ন অটোর স্ট্যান্ডে।

গতকাল সন্ধে ছটা কুড়ি নাগাদ নবদ্বীপের বাসিন্দা এক বৃদ্ধদম্পতি ভালকো থেকে শান্তিপুর স্টেশন নেমে একটি অটোতে শান্তিপুর বাইগাছি মোড়ে নামেন। কিছুক্ষণ বাদে তিনি খেয়াল করেন তার পকেটের মোবাইলটি নেই! তিনি ওই অটো স্ট্যান্ডের খোঁজখবর নিয়ে জানতে পারেন কোনো মোবাইল জমা পড়েনি!

অন্যদিকে অটোচালক সুজয় দাস নিজের কিছু কাজ মিটিয়ে পরে মোবাইল জমা দিয়ে যান অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড এর পক্ষ থেকে আগের দিন মোবাইল খোঁজ করতে আসা ওই দম্পতির ফোন নাম্বার বা ঠিকানা নিয়ে রাখেনি, ফলে যোগাযোগের বেশ খানিকটা অসুবিধা সৃষ্টি হয় আজ সকালে।

ওই মোবাইলের ফেসবুক আইডি থেকে জানা যায় মোবাইল মালিকের নাম অশোক কুমার । সেখান থেকেই বিভিন্ন বন্ধুদের ট্যাগ করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে অশোক কুমারকে যোগাযোগ করতে বলা হয়।

শনিবার সকাল এগারোটা নাগাদ অশোক বাবু তার প্রমাণ পত্র নিয়ে মোবাইলটি সংগ্রহ করেন। অটোচালকের সততার প্রশংসা করেছেন পেশায় ইলেকট্রিকের কাজ করা অশোক কুমার।

Leave a Reply