সোশ্যাল বার্তা : ২০২০ সালে করোনার প্রকোপ সাথে লকডাউন মানুষের মনে ভীতির সঞ্চার করে। লকডাউনে বহুমানুষ কাজ হারিয়ে নিজ গন্তব্যে পৌঁছোতে মরিয়া।চারিদিকে খাদ্যের হাহাকার। রাস্তায় পরিযায়ী শ্রমিকের ভীড়। রাস্তায় নেই কোনো যানবাহন, মাইলের পর মাইল হেঁটে চলেছে খিদে পেটে নিয়ে মানুষ থেকে শিশু।একদিকে পরিযায়ী অন্যদিকে করোনার প্রকোপ মানবসমাজে শতাব্দীর সেরা বিভিষীকা। শহর থেকে গ্রাম মানুষের খিদের আর্তনাদ।শিল্পী প্রীতম ভট্টাচার্য্য সেই ” খিদে ” কে রঙ তুলিতে রুপ দিয়েছে তার মনের কল্পনায় ক্যনভাসের অন্তরে।
নদীয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা’র শিল্পী প্রীতম ভট্টাচার্য্য ছোট থেকেই ছবি আঁকার সাথে যুক্ত।ছবির সাথে, কুটুম কাটাম, ভাস্কর্য, নিউ মিডিয়া, ও আ্যবষ্ট্রাক আর্টে বেশ পারদর্শী।মিলেছে বহু পুরষ্কার। ২০২১ এ লকডাউনে অনলাইনে আর্টড্রোম নামক একটি ফেসবুক গ্রুপ ভয়েস অফ মাস্ক নামক আন্তর্জাতিক প্রতিযোগীতার আয়োজন করে। সেখানে দেশ ও বিদেশের অনেক খ্যাতিমান শিল্পীদের কাজ স্থান পায়।কৃষ্ণনগরের শিল্পী প্রীতমের নিউ মিডিয়ার একটি ছবি ” খিদে ” দ্বিতীয় হয় ও আন্তর্জাতিক সন্মানে পুরস্কৃত হয়।
এই প্রসঙ্গে প্রীতম ভট্টাচার্য বলেন “এর আগেও অনেক পুরষ্কার আমি পেয়েছি কিন্তু আন্তর্জাতিক পুরষ্কার এই প্রথম পেয়ে আমি খুব খুশী। এই অতিমারীর সময়ে যারা কোভিড যোদ্ধা বিশেষ করে প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, রেড ভলান্টিয়ার্স ,চিকিত্সক , নার্স, সাফাই কর্মী এবং যেসকল মানুষ ও শিল্পী কোভিডের সাথে লড়তে গিয়ে নিজেদের প্রান দিয়েছেন তাদের পরিবারকে এই পুরষ্কার উৎসর্গ করলাম”।
নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে শিল্পী প্রীতম ভট্টাচার্যকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।