নদীয়ার শান্তিপুর থেকে গ্রেফতার ভুয়ো সিআইডি পরিচয় দেওয়া ও চাকরি দেওয়ার প্রতারণায় প্রায় কোটি টাকার আত্মসাৎকারী রাধারানী বিশ্বাস

Social

মলয় দে, নদীয়া:- গত তিনদিন ধরে আত্মগোপন করেছিলেন নদীয়া জেলার শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের বাগানেপাড়া এলাকায় ভুয়ো সিআইডির পরিচয় দিয়ে প্রতারণার মূল অভিযুক্ত রাধারানী বিশ্বাস।  জানা যায় গত তিনদিন ধরে বাগানে পাড়া এলাকার কাদের শেখের বাড়িতে আত্মীয়র পরিচয় দিয়ে তার আত্মীয়ের সাথে এসে আত্মগোপন করেছিলেন।

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার কোতোয়ালি থানার পুলিশ ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে অভিযান চালানো হয় ওই এলাকায়, এরপর কাদের শেখের বাড়ি থেকে আত্মগোপনকারী মহিলাকে গ্রেফতার করা হয়। সিআইডির ভুয়া পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। কোতোয়ালি থানায় তাঁর নামে অভিযোগও জমা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর কাঁঠালপোতা এলাকা থেকে গা ঢাকা দেয় ওই মহিলা। এরপর থেকেই সিআইডি ও পুলিশ ওই মহিলার খোঁজে তল্লাশি অভিযান চালায়। আজ শান্তিপুর ২ নম্বর ওয়ার্ডের বাগানে পাড়া এলাকার কাদের শেখের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই ভুয়ো সিআইডি পরিচয় দেওয়া অভিযুক্ত রাধারানী বিশ্বাসকে।

জানা যায় কাদের শেখের জামাই গাড়ির ড্রাইভারি করে তার সাথেই কাদের শেখের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিলো রাধারানী বিশ্বাস। অবশেষে নদীয়ার কোতোয়ালি থানার পুলিশ ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয় অভিযুক্ত রাধারানী বিশ্বাসকে।

Leave a Reply