নদীয়ায় বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষ্যে কুকুর ও বিড়ালের টিকাকরণ

Social

সোশ্যাল বার্তা: বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষ্যে  নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এলাকাতে ৬ ই জুলাই কৃষ্ণনগর -২ ব্লক প্রাণিস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে কুকুর ও বিড়ালের জলাতঙ্ক রোগের টিকাকরন কর্মসূচীর আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ শুভেন্দু দাস, ভেটেরিনারী আধিকারিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সাথী মুখার্জী ঘোষ,
বি এম ও এইচ, ধুবুলিয়া ।

ঐদিন মোট ৪৫ সংখ্যক কুকুর ও বিড়ালের টিকাকরন কবরা হয়।।

কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে মানুষের মৃত্যু অবধি ঘটে থাকে।  বিশেষ করে পথ কুকুরদের জলাতঙ্ক রোগের প্রতিষেধক দিয়ে এই মারণ রোগের থেকে সুরক্ষিত থাকা যায়।

Leave a Reply