দেবু সিংহ মালদা: ওল্ড মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে, শনিবার ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা ও মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিটের সহযোগিতায়, ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতা ও বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে।
১০৬ জন ছাত্র ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদা জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল, থ্যালাসেমিয়া ইউনিটের চিকিৎসক বি কে ঘোষ, ওল্ড মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কর্মী কমল কৃষ্ণ দাস প্রমূখ।