গৃহস্থের ঘরের মধ্যে থেকে উদ্ধার হলো পৃথক দুটি চন্দ্রবোড়া সাপ

Social

মলয় দে, নদীয়া:- মাত্র ঘন্টা খানেক এর ব্যবধানে উদ্ধার হল দু টি চন্দ্রবোড়া সাপ।

ঘটনাটি নদীয়া জলার শান্তিপুর শহরের। দুটি এলাকা থেকে উদ্ধার করা হলো দুটি প্রমাণ সাইজের বিষাক্ত চন্দ্রবোড়া সাপ!

প্রথম ঘটনাটি ঘটে, শান্তিপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের এক নম্বর রামগোপাল সেন স্ট্রিটের অজিত কুমার সাহার বাড়িতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এক প্রমাণ সাইজের চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ার কারণে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

অন্যদিকে শান্তিপুর শহরের ৫নম্বর ওয়ার্ডের মুচিপাড়া লেনে উত্তম দেবনাথ এর বাড়িতে রাত সাড়ে আটটা নাগাদ পাশের জঙ্গল থেকে বাড়ির উঠানে উঠে আসে এক প্রকান্ড বিষাক্ত চন্দ্রবোড়া সাপ!

দুটি ঘটনার ক্ষেত্রেই বনদপ্তর এর যোগাযোগ করা হলে, স্থানীয় পশুপাখি উদ্ধারকারী অনুপম সরকারের ডাক পড়ে। তিনি দুটি সাপকেই বাহাদুরপুর পলাশগাছি বনদপ্তর এর অফিসে পৌঁছে দেন। সেখানেই নিরাপদ জঙ্গলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানা যায় বনদপ্তর সূত্রে।

মাঝে মাঝেই শান্তিপুর এলাকায় চন্দ্রবোড়া সাপ উদ্ধার হওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন।

Leave a Reply