মালদায় পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রাথমিক প্রতিবিধানের একদিবসীয় কর্মশালা

Social

দেবু সিংহ,মালদা: বর্তমান কর্মব্যস্ততার যুগে যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে ছোট খাটো দুর্ঘটনা থেকে জীবন সংশয় পর্যন্ত। তারই কিছুটা প্রাথমিক প্রতিবিধানের উদ্দেশ্যে মালদা থানার উদ্যোগে শনিবার দুপুরে আয়োজন করা হয় একদিবসীয় কর্মশালা।প্রাথমিক প্রতিবিধান ও অন্যান্য দুর্ঘটনা জনিত সচেতনতা।

মালদা থানার কমিউনিটি সেডে আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা থানার ৭০ জন সিভিক ভলেন্টিয়ার ও পথবন্ধু সহ অন্যান্য আধিকারিক গণ। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অনিল কুমার সাহা লেকচারার। সেন্ট জন অ্যাম্বুলেন্স, শ্রীসুরজিৎ মন্ডল। সমাজকর্মী সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা বিশ্বজিৎ বোস। সম্পাদক মালদা সহযোগিতা সমিতি, নিপু সরকার। কোষাধক্ষ্য নতুন প্রজন্ম। কর্মশালা আয়োজনে বিশেষ ভূমিকা নেন ডি এস পি এন্ড ডি এন টি আজারুদ্দিন খান মালদা থানা।

Leave a Reply