সোশ্যাল বার্তা: একদিকে করোনা সংক্রমণ অপরদিকে সাইক্লোন যশ সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। যশ এর প্রভাবে বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গত ২৬শে মে সাইক্লোন “যশ” এর প্রভাবে নদী বাঁধ ভেঙ্গে প্লাবিত হয় দক্ষিন ২৪ পরগনার ক্যানিং ব্লকের ছোটমোল্লাখালী থানার পেটুয়াখালি গ্রাম। এই গ্রামেরই অসহায় মানুষের পাশে দাঁড়ালো রাজ্যের অরাজনৈতিক শিক্ষক সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা বিজেটিএ এর সদস্যরা।
গত ২৩শে জুন সংগঠনের সদস্যরা এলাকার প্রায় ১০০টি দুস্থ পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সাত প্রকারের মুদি দ্রব্য -সঃ তৈল, দুধ, বিস্কুট, আলু, সাবান, সোয়াবিন, ডাল সামগ্রী হাতে তুলে দেয়। সংগঠনের তরফে উপস্হিত ছিলেন রাজ্য সহঃ সম্পাদক প্রতাপ মন্ডল ও পূর্ব মেদিনীপুর তমলুকের বিজিটিএর অন্যতম সদস্য দেবব্রত পাইক সহ অন্যান্যরা ।
সংগঠনের রাজ্য সহঃ সম্পাদক প্রতাপ মন্ডল জানান ” অতীতেও আমরা মানুষের বিপদের দিনে পাশে ছিলাম। ওই এলাকার মানুষ খুব সমস্যার মধ্যে ছিলেন তাই সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো”।