মলয় দে, নদীয়া :- পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে এটিএম ভাঙচুর করে টাকা লুটের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার আনন্দময়ী এলাকায়।
সূত্রের খবর শুক্রবার রাতে কৃষ্ণনগর আনন্দময়ীতলা থেকে নতুনবাজারের মাঝে একটি এটিএম ভাঙচুর করে টাকা লুটের চেষ্টা চালায় কয়েক জন দুষ্কৃতী। যাতে তাদের ছবি ধরা না পড়ে সেই কারণেই সিসিটিভি ক্যামেরায় আগুন লাগিয়ে দেওয়া হয়। সকালে উঠে স্থানীয় বাসিন্দা এবং রাস্তার পাশের দোকানদার দেখতে পান এটিএম ভাঙ্গা অবস্থায় রয়েছে। এরপর এই খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে তারা। এর পাশাপাশি জানার চেষ্টা করা হচ্ছে কোনরকম ভাবে দুষ্কৃতীরা টাকা লুট করতে পেরেছে কিনা।
স্থানীয় বাসিন্দা এবং দোকানদারদের দাবি পাশে পুলিশ ফাঁড়ি থাকলেও তাতে কোনো পুলিশ থাকেন না। এমন ঘটনায় তারা খুবই ভীত।