দেবু সিংহ ,মালদাঃ- বহু দিন ধরে বেহাল অবস্থা রাস্তার বার বার প্রশাসনকে জানিয়েছেন কিন্তু সুরাহা মেলেনি বলে অভিযোগ। তিনটি অঞ্চলের বাসিন্দারা বুধবার প্রায় নটা নাগাত সকাল থেকে রাস্তার দাবিতে পথে নামল প্রমীলা বাহিনী এদিন সকাল থেকে অনাইল স্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।
উল্লেখযোগ্য , হবিবপুর ব্লকের তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামের যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই রাস্তা মনোহরপুর,আকালপুর সহ ধুমপুর অঞ্চলের সাদাপুর এলাকা। উল্লেখ মনহোরপুর থেকে গুহি নগর পর্যন্ত প্রায় নয় কিলো মিটার রাস্তা রয়েছে কিন্তু চলামতো নয়। ওই তিনটি অঞ্চলের, গ্রামে বাসিন্দাদের অভিযোগ এই তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা বহু বার প্রশাসনের কাছে জানিও কোন সুরাহা মেলেনি প্রায় নয় কিলো মিটার রাস্তা খারাপ কোন গাড়ি টোটো রাস্তা খারাপের জন্য যেতে চায়না না গ্রামে কেউ অসুস্থ হলেও এম্বুলেন্স যায় না প্রশাসন কে জানিও সমস্যা সমাধান হয়নি তার জেরে এদিন তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ পথ অবোধ করেন।প্রায় ঘন্টা খানেক পথ অববোধ থাকে। খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ ও ব্লক প্রশাস.ন এবং রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।