আদিবাসী কুড়মি সমাজ বামনগোলা ব্লক কমিটির উদ্যোগে রক্তদান শিবির

Social

দেবু সিংহ,মালদা ঃ করোনা আতঙ্ক কাটিয়ে মানুষের জন্য বুধবার সকালে আদিবাসী কুড়মি সমাজ বামনগোলা ব্লক কমিটির উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, বামনগোলা ব্লকের বুড়িডাঙ্গা এম এস কে স্কুল প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন বামনগোলা ব্লকের মুদীপুকুর হাসপাতালের বি এম ও এইচ ডা: সুদীপ কুন্ডু ও আয়োজন সংস্থার সদস্য ভূষণ মাহাতো ।

শিবিরে ২৫ জন রক্তবন্ধু রক্তদান করেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণে উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজ বামনগোলা ব্লক কমিটির সম্পাদক সুশীল মাহাতো , ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ সরকার, সেন্টজন অ্যাম্বুলেন্স মালদার রক্তদান আন্দোলনের কর্মী সুরজিৎ মন্ডল, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক অশোক চক্রবর্তী, জাগরণ মালদার অন্যতম সদস্য শুভজিৎ দাস প্রমুখ।

Leave a Reply