নদীয়ায় উদ্ধার লুপ্তপ্রায় তক্ষক হলো শারীরিক পরীক্ষা

Social

মলয় দে, নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর থানার তৎপরতায় উদ্ধার হল বিলুপ্ত একটি তক্ষক। পুলিশ সূত্রে জানা যায় গতকাল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শান্তিপুর ব্লকের ফুলিয়া মালিপোতা এলাকার বাসিন্দা রনা বিশ্বাসের বাড়িতে হঠাৎই ঢুকে পরে ওই বিলুপ্ত তক্ষক টি। পরিবারের লোকজন লক্ষ্য করলে তৎক্ষণাৎ শান্তিপুর থানায় ফোন করে রনা বিশ্বাস। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস এবং কিভাবে বাড়িতে ঢুকে গেল তক্ষক টি এই নিয়ে পরিবারকে জিজ্ঞাসাবাদ করে। পরিবার সমস্ত ঘটনা খুলে বলার পর সেখান থেকে উদ্ধার করে শান্তিপুর থানা নিয়ে আসা হয় ওই প্রাণীটিকে।বেশ খানিকটা সময় ধরে চলে আইনানুগ লেখালেখির কাজ। এরপর বনদপ্তর কে ফোন করে ডেকে , বেলা দুটো ত্রিশ নাগাদ শান্তিপুর থানার পক্ষ থেকে ওসি তুলে দেন বনদপ্তরের কর্মীদের হাতে।

এ বিষয়ে আগত বনদপ্তরের প্রতিনিধি জানান, এটি সম্ভবত বিলুপ্ত প্রায় প্রজাতির প্রথম তালিকাভুক্ত প্রাণী, এর নাম তক্ষক হলেও গেকো বলে পরিচিত স্থানীয়ভাবে। এ ধরনের উদ্ধারের কারণে, শান্তিপুর থানার ভূমিকায় সাধুবাদ জানিয়েছে বনদপ্তর আধিকারিকরা। তবে এই ধরনের বিলুপ্ত প্রজাতির তক্ষক পাহাড়ি অঞ্চল ছাড়া সমতল অঞ্চলে খুব একটা দেখা যায় না বলে জানা যায় বনদপ্তর এর কাছ থেকে। শান্তিপুর থানার পক্ষ থেকে এলাকায় কখনো যদি এই ধরনের প্রাণীর সন্ধান পাওয়া যায় তাহলে শান্তিপুর পুলিশ প্রশাসনের সঙ্গে অথবা বনদপ্তর এর সাথে যোগাযোগ করার আবেদন জানায় শান্তিপুর থানার পুলিশ।

বনদপ্তরের কৃষ্ণনগর রেঞ্জের আধিকারিক সহ কর্মীরা তক্ষকটি কৃষ্ণনগরের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে নিয়ে আসেন শারিরীক চিকিৎসা করানোর জন্য। সেখান থেকে শারীরিক পরীক্ষা করার পর  সেটি নিয়ে ছেড়ে দেওয়ার জন্য বেথুয়াডহরি অভয়ারণ্যের দিকে রওনা দেন তাঁরা।

Leave a Reply