মলয় দে নদীয়া :- তেহট্ট সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় বামেদের, ৭২ আসনের তেহট্টো সমবায় নির্বাচনে ৬৬-৬ ব্যবধানে পরাজিত শাসক দল তৃণমূল। খাতা খুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর ধীরে ধীরে পায়ের তলার মাটি ফিরে পাচ্ছে বামেরা , সমবায়ের ফল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলেই দাবি বামফ্রন্ট নদিয়া জেলা নেতৃত্বে।
রবিবার এই ভোটের ফলে আত্মবিশ্বাসী বামেরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগাবে তাদের। তবে এই ভোটকে আমল দিতে নারাজ তৃণমূল ও বিজেপি তাদের দাবি, সমবায় ভোটের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কোন সংযোগ নেই।
সন্ধ্যে থেকে ফলাফল প্রকাশ হতেই উৎসবে মেতে ওঠেন বাম কর্মী সমর্থকরা। এই বিশাল জয়ের পর সোমবার সন্ধ্যায় লাল পতাকা ও আবির উড়িয়ে বিজয় উল্লাসে মাতেন বাম কর্মী সমর্থকরা। সিপিআইএমের দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন ” অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে আগামী পঞ্চাশ নির্বাচনের ফলাফল কি হবে তা তেহট্টের ভোটাররা দেখিয়ে দিল”। বিজেপির জেলা কমিটির সদস্য সৌমেন সরকার বলেন ” আমরা প্রথমবার এই সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পেরেছি এটাই আমাদের কাছে বড় জয়”।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিশ্বরূপ রায় বলেন ” ফলাফল প্রত্যাশিত। নিজেদের পরিবারের সদস্যদের ভোটার করে সমিতি দখলের ব্লু প্রিন্ট আগেই করে রেখেছিল বামেরা”।