নিউজ সোশ্যাল বার্তা,২রা ডিসেম্বর ২০১৯: জলঙ্গি নদীকে দূষণমুক্ত করতে গতকাল কৃষ্ণনগরের একটি পরিবেশপ্রেমী সংগঠন সেভ জলঙ্গি (নদী সমাজের) আহবানে বিসর্জন ঘাট স্বচ্ছতা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় । ফলে নদী থেকে তোলা প্লাস্টিক, কাঠামো এবং কচুরিপানা জমা করা হয়েছিল নদীর পাড়েই। আজ কৃষ্ণনগর পৌরসভার তরফে সেই আবর্জনা সরানোর কাজ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো- পৌরসভা এই কচুরিপানা পৌঁছে দিচ্ছে কোজাগরী মহিলা ঋণদান সমবায় সমিতির শক্তিনগরে অবস্থিত কর্মশালাতে। সম্প্রতি এই সমবায়ের সদস্যরা কচুরিপানা থেকে হস্তশিল্প ও জৈবসার উৎপাদন শুরু করার উদ্যোগ গ্রহণ করেছেন । ফলে নদীর আবর্জনা পরিষ্কারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর বিকল্প রুজির ব্যবস্থাও করা সম্ভব হলো এমনই মনে করছেন কৃষ্ণনগরের মানুষজন । সেভ জলঙ্গি (নদী সমাজের) যুগ্ম-সম্পাদক, শ্রী শঙ্খ শুভ চক্রবর্তী জানালেন,”আমরা কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীকে ধন্যবাদ জানাই। পৌরসভার এই উদ্যোগের ফলে একটি বৃত্ত সম্পূর্ণ হলো”। সম্প্রতি কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে কৃষ্ণনগর শহরে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।ফলে শহরে পরিবেশের পক্ষে ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার অনেকটাই কমেছে। আগামী দিনেও কৃষ্ণনগর পৌরসভার তরফে এইরকম পরিবেশবান্ধব উদ্যোগের অপেক্ষায় রইল শহরবাসী।