মলয় দে, নদীয়া:- কিছুদিন আগেই জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ দিয়েছিলেন ২১ তারিখ থেকেই সকলের জন্য মিলবে বিনামূল্যে ভ্যাকসিন!
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন চালু হতে চলেছে বলেই জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। বিশেষ সূত্রে জানা যায় আরোগ্য সেতু কো- উইন অ্যাপস এর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে যারা যেভাবে সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র যেখানে টিকাকরণের ব্যবস্থা চালু ছিল, সেখানেই তাদের পৌঁছানোর অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে টিকা।
বর্তমানে মজুত থাকা কোভিশিল্ড ভ্যাকসিন। তবে পূর্বে যাদের যে ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলবে এরই সাথে।
রাজ্যে সুপারস্প্রেডর হিসেবে প্রতিদিন তিন লক্ষ ভ্যাক্সিনেশন ব্যবস্থা চালু ছিল। মোট ৫ লক্ষ মানুষকে দেওয়ার পরিকাঠামোর রয়েছে এ রাজ্যে। তবে ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুদ ছিল না, কিছুদিন আগে থেকে কেন্দ্র রাজ্য সরকারকে পাঠাতে শুরু করে ভ্যাকসিন, আজও দু লক্ষ কুড়ি হাজার ভ্যাকসিন এসে পৌঁছেছে এ রাজ্যে। স্বভাবতই ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তা মিটেছে অনেকেরই। তবে যেহেতু অনলাইন রেজিস্ট্রেশন, এবং তা মোবাইলেই সম্ভব! তাই ভিড় হওয়ার কোন সম্ভাবনা দেখছে না হাসপাতাল কর্তৃপক্ষ।