মলয় কে নদীয়া :-পৌর পরিষেবা কে আরো গতিশীল করে তুলতে এবার মোবাইল অ্যাপ আনছে নদীয়ার রানাঘাট পৌরসভা। নির্দিষ্ট এই অ্যাপ মোবাইলে ইন্সটল করে সেখান থেকে বিভিন্ন পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। জঞ্জাল সাফাই, নিকাশি, আলো থেকে শুরু করে পৌর পরিষেবার ক্ষেত্রে নানা বিষয়ে পৌর নাগরিকদের বিভিন্ন অভাব-অভিযোগ যাতে এবার পৌরসভার কাছে দ্রুত ও সহজে পৌঁছানো যায়। তার ব্যবস্থা করছে রানাঘাট পৌরসভা।এর জন্য একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ।
আগামী দূর্গা পূজোর আগে পাকাপাকিভাবে চালু হবে রানাঘাট পৌরসভার এই অ্যাপ।