চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ওপর শারীরিক ও মানসিক নিগ্রহ বন্ধ করার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি করলো আই এম এ

Social

দেবু সিংহ, মালদা : অতিমারির সময়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ওপর শারীরিক ও মানসিক নিগ্রহ বন্ধ করার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি করলো আই এম এ। সেই কর্মসূচিতে অংশ নেয় মালদা জেলা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি এই অতিমারির সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রা নিগৃহীত হলে তার শাস্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে আইন করা হোক দোষী দের শাস্তি দেওয়ার জন্য।পাশাপাশি ভ্যাকসিনেশন প্রয়োজন এর তুলনায় কম হচ্ছে সেটাও আরো বেশি করে করার দাবি তোলা হয় সংগঠনের পক্ষ থেকে।

আজ মালদা মেডিক্যাল কলেজে আই এম এর পক্ষ থেকে এই দাবি জানান, জেলা সভাপতি তাপস চক্রবর্তী। তিনি বলেন, নিউ কো মাইক্রোসিস নামে একটি অসুখ সারাদেশে ছড়িয়ে পড়েছে শুধুমাত্র দুটি কোম্পানি এই ওষুধ তৈরি করে তাদেরকে বিদেশ থেকে মেটেরিয়াল আনতে হয় কেন্দ্রীয় সরকার এই জন্য যে ইমপোর্ট টেক্স নিত সেটা বন্ধ করেছে। সাধারণ নাগরিকদের এই অতিমারির দিনে স্বাস্থ্যকর্মীদের পাশে অবশ্যই থাকা উচিত।

Leave a Reply