‌ব্যাঙ্কের কর্মীর করোনা পজিটিভ, অনর্দিষ্টকালের জন্য ব্যাংক বন্ধ করার নোটিশ দিল সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ

Social

দেবু সিংহ,মালদা: ‌ব্যাঙ্কের এক কর্মীর করোনা পজিটিভ। আতঙ্কে অনর্দিষ্টকালের জন্য বন্ধ করা হল সংশ্লিষ্ট ব্যাঙ্ক। এদিকে ব্যাঙ্কে টাকা তুলতে এসে সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকেরা। দীর্ঘক্ষণ ধরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনও সুরাহা না হওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে অররোধ ওঠে। মঙ্গলবার যথারীতি ব্যাঙ্ক খোলা বলে বলে আশ্বাস দিয়েছেন পুলিশাধিকারিকরা।

ঘটনাটি হবিবপুর থানার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে হবিবপুর শাখার। এক গ্রাহক অনিমা বর্মন ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘‌ব্যাঙ্কের আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। এ ভাবে আগে থেকে না জানিয়ে ব্যাঙ্ক বন্ধ করার কোনো মানেই হয় না। এখন আমরা কী করে টাকা তুলবো। কী করেই বা আমাদের সংসার চলবে। আমার মতো অনেকেই সমস্যায় পড়েছেন।’‌

Leave a Reply