নিউজ সোশ্যাল বার্তা :-করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে চলছে লকডাউন । দিন আনা দিন খাওয়া প্রান্তিক সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে আছেন। করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে দলমত নির্বিশেষে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুরে বুধবার সকালে অসহায় ও দু:স্থ মানুষদের চাল, ডাল, আলু, সয়াবিন বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী রহিম শেখ ওরফে মধু সেখ।
উপস্থিত ছিলেন ফারাক্কা থানার আইসি জয়দেব ঘোষ, ফরাক্কা পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর কবির (সোহেল), তৃণমূল কংগ্রেসের অর্জুনপুর অঞ্চল সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এই উদ্যোগে দিন আনা দিন খাওয়া সাধারন মানুষ ও অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষ বিশেষ ভাবে উপকৃত হবেন ।
এ প্রসঙ্গে রহিম বাবু বলেন- খেটে খাওয়া সাধারণ মানুষ যাদের প্রয়োজন তাদের ম ৩০০ জনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে ।প্রয়োজনে আরো বিতরণ করা হবে” । স্থানীয় জনসাধাণের এই কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন ।