আলমারি থেকে টাকা চুরি পরিচারিকার ! পুলিশের সহযোগীতায় মাত্র দুই ঘন্টায় টাকা ফেরত পেলেন মালিক

Social

দেবু সিংহ,মালদা: পরিচারিকার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি থেকে টাকা চুরি। সেই টাকা উদ্ধার করে দু’ঘণ্টার মধ্যে বাড়ির কর্তার হাতে তুলে দিল মালদা জেলার ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের কাছ থেকে সম্পূর্ণ টাকা পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই বাড়ির কর্তা।

জানা যায় ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুরচর এলাকার বাসিন্দা মনোহর লাল চিৎতলাঙ্গীয়া । মঙ্গলবার সকালে পরিচারিকার কাজের জন্য এক মহিলা তাদের বাড়িতে ঢোকেন। মনোহর বাবু তাকে বাড়িতে কাজের জন্য রাখেন । তারপর তাদের অনুপস্থিতিতে শোবার ঘরের আলমারি থেকে দু লক্ষ দশ হাজার টাকা নিয়ে পালায় অভিযুক্ত ওই মহিলা।

জানা যায় অভিযুক্ত ওই মহিলার নাম সন্ধ্যা চৌধুরী তার বাড়ি বালুরচর এলাকায়। কিছুক্ষণ পর মনোহর বাবু বাড়িতে ঢুকে তার আলমারি খোলা দেখতে পায় টাকার ব্যাগ নেই। সাথে সাথেই তারা ইংরেজবাজার থানার পুলিশকে বিষয়টি জানান। এদিকে ইংরেজবাজার থানা সাদা পোশাকের পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত পরিচারিকা সঙ্গীতা চৌধুরী কে বালুরচর এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে চুরি হয়ে যাওয়া উদ্ধার হয় দু লক্ষ দশ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে উপযুক্ত প্রমান দেখে চুরি হয়ে যাওয়া টাকার প্রকৃত মালিক মনোহর লাল বাবুর হাতে পুলিশ তুলে দেয়। আর অভিযুক্ত ওই পরিচারিকাকে পুলিশ গ্রেপ্তার করে। সম্পূর্ণ টাকা হাতে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মনোহর বাবু।

Leave a Reply